অনলাইন নিউজ : কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন রবিবার নিয়ম লঙ্ঘন করায় ৫৮৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এসময় ২৩৩ জনকে জরিমানা করা হয়েছে এক লাখ ৯৫০ টাকা।
রবিবার বিকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে জানানো হয়, বিধিনিষেধের নিয়ম অমান্য করায় আজ রাজধানী থেকে ৫৮৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপির বিভিন্ন থানা।
এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৩৩ জনকে এক লাখ ৯৫০ টাকা জরিমানা করা হয়েছে। ডিএমপি ট্রাফিক কর্তৃক ৫২১টি গাড়িকে ১২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।