রংপুর সংবাদদাতা : রংপুরের প্রবীণ সাংবাদিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ আর নেই। তিনি সোমবার রাত সাড়ে ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী জেনিফার আলী।
সাংবাদিক আলী আশরাফ ২০১৭ সালের ৮ জুন স্ট্রোক করেন। তার ব্লাড প্রেসার ছাড়াও ডায়াবেটিসসহ অন্য রোগও ছিল। এর পর তাকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তার নিউরো বিষয়ক অস্ত্রপাচার করা হয়েছিল। দীর্ঘদিন অসুস্থতার সাথে যুদ্ধ করে তিনি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। ৫দিন আগে পুনরায় স্ট্রোক করেন। বাড়িতে চিকিৎসাধিন অবস্থার থাকাকালীন অবস্থার অবনতি হলে রবিবার রাতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। রিপোর্ট আসার ৪ ঘণ্টার মাথায় তিনি মৃত্যুবরণ করেন।
অসুস্থ হবার পূর্বে তিনি বাংলাদেশ টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি, দৈনিক বায়ান্নোর আলোর নির্বাহী সম্পাদক এবং বাংলাদেশ বেতার রংপুরের নগর সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন।
তার বড় মেয়ে আমিনা লাবিবের স্বামী শামীম জামান বাংলাদেশের একজন প্রখ্যাত পরিচালক ও নাট্যাভিনেতা। তার ছোট মেয়ে আদিবা লাবিব বনির স্বামী কাজী শুভ একজন সঙ্গিত শিল্পী।