রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন

বিভিন্ন জেলায় এখন পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে ১৬৬ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২১১ বার পঠিত

অনলাইন নিউজ : দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে একদিনে ১৬৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার বিভিন্ন পত্রিকা থেকে এমন তথ্য পাওয়া গেছে।

নিহতদের মধ্যে- রাজশাহী মেডিক্যালের করোনা ওয়ার্ডে মারা গেছে ২০ জন। এদের মধ্যে রাজশাহীর ৯ জন, নওগাঁর ৪ জন, নাটোরের ৫ জন, চাঁপাইনবাবগঞ্জ, পাবনায় একজন করে মারা গেছেন।

এছাড়া খুলনায় ১৩, কুষ্টিয়ায় ২০, মেহেরপুরে ৫, যশোরে ১৬, ঝিনাইদহে ৫, মাগুরা, বাগেরহাট ও চুয়াডাঙায় ১১ জন মারা গেছেন। ময়মনসিংহে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে ১৫ জন মারা গেছে।

বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১৫ জন মারা গেছেন। এর মধ্যে রংপুরের ৩ জন, দিনাজপুরের ৪ জন, ঠাকুরগাওয়ের ৩ জন, লালমনিরহাটের ২ জন এবং নীলফামারি, কুড়িগ্রাম ও পঞ্চগড়ে ১ জন করে মারা গেছেন।

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৮ জন। এদের মধ্যে সিলেটের ৪ জন, হবিগঞ্জের ২ জন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারের দুইজন।

এছাড়া, চট্টগ্রাম, ফরিদপুর, টাঙ্গাইল ও শেরপুরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে ২৫ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com