বিডি ঢাকা ডেস্ক
রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলিতে বিশেষ মোনাজাত করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকট ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আয়োজনে বাদ আসর নিহতদের স্মরণে গায়েবানা জানাজা ও দোয়ার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির খেলার মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
বিকেলে দুটি পৃথক স্থানে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। জেলা শহরের নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে দোয়া মাহফিল করা হয়।
অন্যদিকে শহরের সেন্টু মার্কেটের চতুর্থ তলায় জেলা বিএনপির আয়োজনে একই কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া জেলা মৎস্য অফিস বিমান দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করেছে। মঙ্গলবার সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও মৎস্য সপ্তাহের উদ্বোধন হওয়ার কথা ছিল। যা আজ বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জেলা মৎস্য অফিস।
উল্লেখ্য, ঢাকার উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৩১ জন নিহত হন। গত সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সেই বিধ্বস্ত বিমানের নিহত পাইলট ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের তোহুরুল ইসলামের ছেলে স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগর (৩০)।
এ ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করা হয়।