বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে সোনালী মুরগির দাম বেড়ে বিক্রি হচ্ছে প্রতিকেজি ৩শ টাকায়। অন্যদিকে গরুর মাংস পূর্বের দাম ১ কেজি সাড়ে ৭শ টাকায় উন্নীত হয়েছে।
শুক্রবার সকালে জেলা শহরের প্রধান বাজার নিউ মার্কেট মুরগি বাজারে কথা হয় জালাল উদ্দিনের সঙ্গে। তিনি জানান, খাঁটি সোনালী মুরগির দাম কেজি প্রতি ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩শ টাকা। ব্রয়লার বিক্রি হচ্ছে ২০৫ টাকা প্রতিকেজি। আরেক বিদেশী জাতের মুরগি বিক্রেতা শরিফুল ইসলাম জানান, প্যারেন্স মুরগি ৩৬০-৩৭০ টাকা, লাল লিয়ার ৩১০-৩২০ টাকা ও সাদা লিয়ার ২৭০-২৮০ টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশী মুরগি বিক্রেতা জহুরুল জানান আজও দেশী মুরগির দাম ছিল প্রতিকেজি ৫২০-২৩০টাকা।
এদিকে গরুর মাংস বিক্রেতা সেলিম জানান, গরুর দাম বেশী হওয়ায় মাংসের দামও বাড়াতে হয়েছে। শুক্রবার ভালোমানের গরুর মাংস বিক্রি হয়েছে প্রতিকেজি সাড়ে ৭শ টাকা কেজি হিসেবে।
সবজি বিক্রেতা আব্দুল খালেক জানান, প্রতিহালি দেশী লেবু ৬০ টাকা, প্রতিকেজি পটল ৫০টাকা, বেগুন ৩০ টাকা, ফুল কপি ৫০টাকা, কাঁচা কলা ৪০ টাকা, পেঁপে ৫০ টাকা, আলু ৪০-৫৫৫ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, সোয়া কেজি ওজনের পাতা কপি ২৫ টাকা, শশা ৪০টাকা, গাজর ৪০ টাকা, টমেটো ৬০ টাকা, পেঁয়াজ ৩৫-৫০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, করলা ৪০ টাকা, সজনে ডাটা ১০০ টাকা, শাক ডাটা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রটি পিস লাউ ৩০-৩৫ টাকা ও কুমড়া ৫০ টাকা বিক্রি হচ্ছে।
চালের মধ্যে ২৮ চাল ৬০-৬২ টাকা, জিরাসাইল ৬৮-৭০ টাকা, সুমন স্বর্ণা ৫৩ টাকা, চিনি আতফ ১২০-১৩০ টাকা, নাজির সাইল ও বাঁশমতি ৮২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডালের মধ্যে মসুর ডাল ১১০-১৪০ টাকা, মটর ডাল ১৫০ টাকা, খেসাড়ির ডাল ১২০ টাকা, ছোলার ডাল ১১০-১৪০ টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে বলে দোকানিরা জানিয়েছেন। অন্যদিকে মাছের দাম মোটামুটি আগের মতই রয়েছে।