বিডি ঢাকা অনলাইন ডেস্ক
১। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ০৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ আনুমানিক ১০২০ ঘটিকায় ব্যাটালিয়ন
সদরের হাবিলদার মুন্সী মমিনুল হক এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ইউনিট সদর হতে আনুমানিক ০২
কিঃ মিঃ দূরত্বে সরজন মহিপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা করে
মালিকবিহীন ১১০ গ্রাম হেরোইন আটক করতে সক্ষম হয়। আটককৃত হেরোইন এর ব্যাপারে প্রয়োজনীয়
কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
২। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা,
পিবিজিএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয়
চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে
সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা
করা হচ্ছে।