বিডি ঢাকা ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় সর্বজনীন পেনশন স্কীম সংক্রান্ত উপজেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে।
সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত অ্যাডভোকেট চেয়ারম্যান লোকমান হোসেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মহিলা-ভাইস চেয়ারম্যান শামীমা আক্তারসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখ বলেন, সর্বজনীন পেনশন স্কীম বর্তমান সরকারের একটি অন্যতম কার্যক্রম। এটি সরকারের সর্বোত্তম কাজ। সর্বজনীন পেনশন স্কীম একটি সামাজিক নিরাপত্তা বেষ্টনী। ১৮ বছর থেকে ৫০ বছর বয়সী সকল বাংলাদেশি নাগরিক জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে একটি নির্দিষ্ট মূল্যমানের চাঁদাদাতা হিসেবে সর্বজনীন পেনশন স্কীমে অংশ নিতে পারবেন। তবে বিশেষ বিবেচনায় ৫০ বছরের বেশি বয়সের নাগরিকগণ স্কীমে অংশ গ্রহণের তারিখ থেকে নিরবিচ্ছিন্ন ১০ বছর চাঁদা প্রদান শেষে আজীবন পেনশন প্রাপ্ত হবেন। সকল স্কীমের জন্য চাঁদার কিস্তি প্রদানকারীর পছন্দ মাফিক মাসিক-ত্রৈমাসিক বা বার্ষিক ভিত্তিতে পরিশোধের সুযোগ থাকবে। চাঁদাদাতগণ ইচ্ছে করলে অগ্রীম হিসেবে চাঁদার টাকা পেনশন ফান্ডে জমা দিতে পারবেন।
তিনি আরো জানান, সরকার সকলের সুরক্ষায় এই উদ্যোগ গ্রহণ করেছেন। গ্রাম পর্যায়ের সকলকে স্কীমের সুফল সম্পর্কে অবহিত করতে হবে। অবহিত করে সকলকে সার্বজনীন স্কীমের আওতায় আনতে হবে। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।