চলচ্চিত্রকেন্দ্রিক ১৮টি সংগঠন নিয়ে ‘ফিল্ম ফেডারেশন’ গঠনের সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা। আগামী কয়েক দিনের মধ্যে ওই ফেডারেশন গঠনের সবকিছু চূড়ান্ত হবে বলেও জানা গেছে।
চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, গত শনিবার এফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতির অফিসে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে পরিচালক ও অভিনয় শিল্পীদের মধ্যে দূরত্ব নিরসন, চলচ্চিত্রের খারাপ সময় থেকে উত্তরণের পথ ও সিনেমা হলের অচল অবস্থা নিয়ে আলোচনা হয়।
প্রস্তাবিত ‘ফিল্ম ফেডারেশনের’ সদস্য হবেন চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। সেখানে থেকে দুজন সংগঠনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে ১৮টি সংগঠন মিলে ‘চলচ্চিত্র পরিবার’ ও ‘চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি’ গঠন করে।
চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘আমরা নতুন একটি ‘ফিল্ম ফেডারেশন’ গঠন করব। সামনে চলচ্চিত্র বিষয়ক একটা সেমিনার করব, সেখানে কীভাবে চলচ্চিত্রকে এগিয়ে নেওয়া যায়। সবকিছু কীভাবে নতুন করে শুরু করা যায়, সে বিষয়ে আলোচনা হবে।’
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘চলচ্চিত্রের স্বার্থে আমরা এক হয়েছি। চলচ্চিত্রের উন্নয়নে সবাই এক হয়ে কাজ করব।’