শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

ভালুকায় শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় মহাসড়ক অবরোধ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ভালুকা উপজেলার  ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পরে দূরপাল্লার যাত্রী ও পথচারীরা।

জানা গেছে, উপজেলার ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী বীরেন্দ চন্দ্র রায়কে স্থানীয় অ্যাডভোকেট জসিম উদ্দিন ও সাবেক সেনা কর্মকর্তা আনিসুর রহমান বাদলের নেতৃত্বে মারধর ও লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে সুষ্ঠু বিচারের দাবি জানায় শিক্ষার্থীরা।

পরে সেনাবাহিনী, র‌্যাব-১৪, ভালুকা মডেল থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান ভুক্তভোগী শিক্ষককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com