বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকগণ ভাষাশহিদদের শ্রদ্ধা জানিয়েছেন। একুশের প্রথম প্রহরে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানানোর পর মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটির নিজস্ব শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান অধ্যক্ষ প্রকৌশলী এ জে এম মাসুদুর রহমানসহ শিক্ষমণ্ডলি। পরে বেলা সাড়ে ১০টায় নিজস্ব মিলনায়তনে অধ্যক্ষ প্রকৌশলী এ জে এম মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান ও চিফ ইন্সট্রাক্টর আফিদা রহমান, চিফ ন্সট্রাক্টর দুর্গা চরন রায় (নন-টেক), চিফ ইন্সট্রাক্টর প্রকৌশলী জাহাঙ্গীর আলম (টেক/কম্পিউটার), ইন্সট্রাক্টর মো. শহিদুল ইসলাম (নন-টেক) রসায়ন,চিফ ইন্সট্রাক্টর আব্দুল মালেক (টেক/আরএসি), চিফ ইন্সট্রাক্টর মো. অহিদুল ইসলাম (নন-টেক) রসায়ন, চিফ ইন্সট্রাক্টর সৈয়দ মো. মামুনূর রশীদ (টেক) ইলেকট্রনিক্স, চিফ ইন্সট্রাক্টর ড. মো. আরিফুল আলম (টেক) ফুড, ইন্সট্রাক্টর মো. রেজুয়ানুল আরেফীন (টেক) কম্পিউটার, ইন্সট্রাক্টর মো. গোলাম মোস্তফা (ইলেকট্রনিক্স), ইন্সট্রাক্টর শামসুন্নাহার সুলতানা (টেক/আরএসি), ইন্সট্রাক্টর মো. মোখলেছুর রহমান, (টেক/ফুড), ইন্সট্রাক্টর নন-টেক ও শিক্ষার্থী কল্যাণ কর্মকর্তা মো. আজিজুর রহমান, ইন্সট্রাক্টর মো. আব্দুল কাদের জিলানী (নন-টেক)। অনুষ্ঠান উপস্থাপনয় ছিলেন সুমন আহমেদ।