মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন

ভোজ্যতেল নিয়ে বিপাকে ভারত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

ভারতে উদ্ভিজ্জ তেলের মজুদ গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএ) জানিয়েছে, এপ্রিলের শুরুতে দেশের মোট মজুদ ১৬ লাখ ৭০ হাজার টনে নেমে এসেছে, যা ২০২১ সালের ডিসেম্বরের পর সর্বনিম্ন।

এই ঘাটতির মূল কারণ হিসেবে মার্চে পাম অয়েলের তুলনামূলকভাবে কম আমদানিকে দায়ী করা হচ্ছে। মার্চে দেশটি পাম অয়েল আমদানি করেছে ৪ লাখ ২৪ হাজার টন, যা আগের মাসের তুলনায় ১৪ শতাংশ বেশি হলেও এখনো গড় আমদানির তুলনায় অনেক কম। ২০২৪ সালের বিপণন বর্ষে ভারতের গড় মাসিক পাম অয়েল আমদানি ছিল ৭ লাখ ৫০ হাজার টনেরও বেশি।

বিশ্বের সবচেয়ে বড় উদ্ভিজ্জ তেল আমদানিকারক দেশ হিসেবে ভারতকে এ অবস্থায় আমদানি বাড়াতে হতে পারে, যার প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাজারেও। বিশেষ করে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে পাম অয়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে সয়াবিন তেলের আমদানি বাড়ার সম্ভাবনা রয়েছে।

মার্চ মাসে সয়াবিন তেলের আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৫৫ হাজার টন, যা আগের মাসের তুলনায় ২৫ শতাংশ বেশি। কম দামের কারণে ক্রেতারা সয়াবিন তেলের দিকেই বেশি ঝুঁকছেন। অন্যদিকে সূর্যমুখী তেলের আমদানি প্রায় ১৬ শতাংশ কমে ১ লাখ ৯০ হাজার টনে দাঁড়িয়েছে, যা গত ছয় মাসে সর্বনিম্ন। সূত্র:  বিজনেস রেকর্ডার

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com