বিডি ঢাকা ডট কম নিউজঃ চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক এ কে এম গালিভ খান ভোলাহাট উপজেলায় মতবিনিময় সভা করেছেন। ২৫ জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(অঃদাঃ)মোঃ মিজানুর রহমান।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈয়মুর রহমান। পরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহানাজ খাতুন, ভোলঅহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবির, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য মোসাঃ হোসনে আরা পাখিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিক, শিক্ষকসহ অন্যরা।এ সময় বক্তারা ভোলাহাট উপজেলার সড়ক জনপথ বিভিাগের ভোলাহাট-রহনপুর সড়ক পূনঃনিমার্ণ, বিলভাতিয়ায় কৃষি ইপিজেড, রেশমের উন্নয়ন, কৃষি ফসলে সেচ সুবিধায় সরকারের ভূর্তুকি না পাওয়া, সেচ আইনের যথাযথ প্রয়োগ না হওয়া, সামাজিক বনায়ন উজাড় হওয়া, শিক্ষার্থীদের ভর্তির ব্যাপারে জন্ম নিবন্ধন নিশ্চিত করা, ওয়েব সাইডে সরকারের উন্নয়ন পোস্ট করা, প্রধানমন্ত্রীর বাড়ী নিমার্ণে নি¤œমানের উপকরণ ব্যাবহার না করাসহ নানা সমস্যার কথা তুলে ধরা হয়।
নবাগত জেলা প্রশাসক এ কে এম গালিভ খান এ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- গতিশীল করতে তিনি যাবতীয় পদক্ষেপ নেবেন বলে বক্তব্যে উল্লেখ করেন। তিনি আরো বলেন যে কর্মকর্তাদের বিরুদ্ধে কথা উঠেছে তাঁদের বিষয়ে উর্ধতন কতৃপক্ষকে জানানো হবে বলে জানান।