বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২১৫ বোতল ভারতীয় ফেনসিডিল, ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোনসহ একজনকে আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। আটক হওয়া ব্যক্তি ভোলাহাট উপজেলার আলালপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. নাজমুল হোসেন নাজিম (২৩)।
৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ভোলাহাট সীমান্ত বিপুল পরিমাণে মাদকদ্রব্য আসার সম্ভাবনা রয়েছে। এর প্রেক্ষিতে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ ভোলাহাট বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ২০০ হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের হাউজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালানো হয়। অভিযানে ২১৫ বোতল ভারতীয় ফেনসিডিল, ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোনসহ মো. নাজমুল হোসেন নাজিমকে আটক করা হয়।