বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে রেশমচাষিদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার চরধরমপুর গ্রামে রেশমচাষি মো. সমরুদ্দিনের সভাপতিত্বে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন— বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রাজশাহী আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক মো. তরিকুল ইসলাম। এ সময় সাংবাদিক গোলাম কবির, ভোলাহাট রেশমচাষি ও বসনী সমিতির সাধারণ সম্পাদক মো. সেকাম শেখ, ভোলাহাট রেশম বোর্ডের কর্মচারী মো. মনিরুল ইসলাম বক্তব্য দেন।
প্রধান অতিথি তরিকুল ইসলাম বলেন, রেশম চাষে কোনো প্রকার অবহেলা করা যাবে না। রেশম চাষ করে আর্থ-সামাজিক উন্নয়ন ঘটিয়ে পরিবারের সদস্যদের শান্তি ফিরিয়ে আনতে হবে।