বিডি ঢাকা ডট কম নিউজঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫ টায় এই টুর্নামেন্ট শুরু হয়। ভোলাহাট মুক্তিযোদ্ধা প্রজন্ম যুব সংসদের উদ্যোগে রামেশ্বর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খলা অনুষ্ঠিত হয়।
মোঃ রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন মোসাঃ শামিমা জাহান সারা। বিশেষ অতিথি ছিলেন ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম কবির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিফাত হোসেন টুংকেল, মুক্তিযোদ্ধা প্রজন্ম যুব সংসদের সহ সভাপতি মোঃ রিয়াজ আহমেদসহ অন্যরা।
খেলা পরিচালনা করেন বাবুল আক্তার। তাকে সহযোগিতা করেনÑ হানিফ হাসান ও মিজানুর রহমান। খেলায় অংশগ্রহণ করে ফুটানিবাজার ফুটবল দল বনাম রাজশাহী মহান মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ সংঘ। ৫০ মিনিটের খেলায় ৩-০ গোলে জয় পায় ফুটানি বাজার ফুটবল দল।
শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সভাপতি রাজু আহমেদ বলেন, গত বছরের ৬ মে ২৪টি দলের অংশগ্রহণে টুর্নামেন্ট শুরু হয়।