বিডি ঢাকা ডেস্ক
অবশেষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বহুল প্রত্যাশিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে ইমামনগরে ভোলাহাট কলেজে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ভোলাহাট উপজেলা নির্বাচন অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। সঞ্চালনা করেন ভোলাহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহজাহান মানিক। অন্যদের মধ্যে বক্তব্য দেন- ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, যারা ২০০৮ হতে ২০১৭ সালের মধ্যে ভোটার হয়েছেন শুধুমাত্র তাদের জন্য ১৮ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত ভোলাহাট ইউনিয়নের ভোটারগণের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। এর মধ্যে ভোলাহাট কলেজে ১৮ নভেম্বর হতে ২২ নভেম্বর পর্যন্ত ১, ২, ৩, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড; তাঁতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৩ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। গোহালবাড়ী, দলদলী ও জামবাড়িয়া ইউনিয়নে পর্যায়ক্রমে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।
সময়সূচি অনুযায়ী বিতরণ কেন্দ্রে উপস্থিত হয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণের সময় ভোটারের কাছে সংরক্ষিত পেপার লেমিনেটেড আইডি কার্ড অথবা যারা জাতীয় পরিচয়পত্র পাননি তাদেরকে ভোটার নিবন্ধন স্লিপ সঙ্গে নিয়ে যেতে হবে।