বিডি ঢাকা অনলাইন ডেস্ক
মানসম্মত শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’- স্লোগানে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় ল্যাপটপ প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল গাফফারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন।
অন্যান্যের বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুব হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইয়াসিন আলী শাহ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুল খালেক, ভোলাহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. পিয়ার জাহান, জেলা পরিষদ সদস্য হোসেনে আরা পাখি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, দলদলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাচ্চু, জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন আইরন, উপজেলা যুবলীগের সভাপতি মো. রেজাউল করিম বাবলু, ছাত্রলীগের সভাপতি মো. রিফাত হোসেন।
শিক্ষকদের মধ্যে বক্তব্য দেনÑ মো. সেলিম রেজা, মো. কাইউম ইমলাম, মো. আহসান হাবিব, মোসা. রিজিয়া খাতুন, মো. মিজানুর রহমান, মো. জাহাঙ্গীর রেজাসহ অন্যরা।