শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি সেবা

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৬২ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: স্বাস্থ্যসেবা থেকে পিছিয়ে থাকা ভোলাহাট উপজেলার স্বাস্থ্য সেবা বঞ্চিতদের সেবা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি সেবা চালু করা হয়েছে।
এ সুবিধা পেয়ে খুশির বন্যা বইছে সাধারণ মানুষের মাঝে। ধন্যবাদ জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব হাসানকে। ২১ আগষ্ট রবিবার তিনি এ সেবা চালু করেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, ভোলাহাট উপজেলা দেশের শেষসীমান্তে অবস্থিত। স্বাস্থ্যসেবায় তাঁদের একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে অন্যকোন স্বাস্থ্যসেবা কেন্দ্র না থাকায় এটাই তাঁদের ভরসা। তাই আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি চালু করলাম। তিনি বলেন, এ কাজের জন্য একজন নারী চিকিৎসক দায়িত্ব পালন করবেন। এছাড়া উপজেলাবাসি কমখরচে সেবা নিতে পারবেন বলে জানান। এদিকে আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি সুবিধা পেয়ে খুশি উপজেলার সকল পেশাজীবীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com