বিডি ঢাকা ডেস্ক
পাবনার ভাঙ্গুড়ায় সাইফুল ইসলাম নামে এক ভেজাল ঘি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৯ মার্চ) বিকেল ৫ টার দিকে উপজেলার পৌর সদরের চৌবাড়ীয়ার হারোপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী। ঘি ব্যবসায়ী সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত না থাকায় জরিমানার অর্থ তার পক্ষে প্রদান করেন “ঘি বাড়ী” প্রতিষ্ঠানের শ্রমিক রেজাউল ইসলাম।
জানা গেছে, দীর্ঘদিন যাবত ডালডা আর পাম অয়েলের সঙ্গে সামান্য পরিমাণে ঘি ফ্লেভার আর রং মিশিয়ে তৈরি হচ্ছে খাঁটি মানের গাওয়া ঘি। এর পর “ঘি বাড়ী” নাম দিয়ে কৌটায় লেবেল করা হচ্ছে। বিএসটিআই এর সিল ব্যবহার করে অবাধে বাজারজাত করা হচ্ছে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন হাট বাজারে। পবিত্র মাহে রমজান মাসকে টার্গেট করে আরো বেশি সক্রিয় হয়ে উঠেছেন “ঘি বাড়ী” নামের এ প্রতিষ্ঠানটির মালিক সাইফুল ইসলাম। রমজান উপলক্ষে ঘিয়ের চাহিদা বেড়ে যাওয়ায় তৈরি এসব ভেজাল ঘি এ এখন সয়লাব হয়ে হচ্ছে বাজার গুলোতে। আর সেই লেবেলের গায়ে লেখা ৫০০ গ্রাম ঘি ১০৫০ টাকা ও ১ কেজি ঘি ২১০০ টাকা। সাংবাদিকদের কাছ থেকে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় “ঘি বাড়ী” নামক ঘি প্রস্তুতকারি প্রতিষ্ঠান উচ্চমূল্যে বিক্রয়, প্রস্তুতকারক হিসাবে উল্লেখ থাকলেও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কাচামাল সংগ্রহ করে মোড়কজাতকরণ, ক্রয়কৃত পণ্যের মূল রশিদ সংরক্ষনে না রাখার কারণে সংশ্লিষ্ট আইনে অভিযুক্ত “ঘি বাড়ী” প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী। এ সময় উপজেলা প্রসাশনের অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর ও থানা পুলিশ সহায়তা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান সব সময়ই অব্যাহত থাকবে।