বিডি ঢাকা ডেস্ক
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি-নিজের জমি সুরক্ষিত রাখি-এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জেলা ও উপজেলা পর্যায়ে তিনদিনের ভূমি মেলা-উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এউপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই মেলার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণকে ভূমি সেবা সম্পর্কে অবহিত করা। কারণ, ভূমির সঙ্গে আমাদের সকলের নাড়ির সম্পর্ক। তিনি বেলন-সরকার ভূমি উন্নয়ন কর পরিশোধের বিষয়টি অত্যন্ত সহজ করে দিয়েছেন। আপনারা ইচ্ছে করলে ঘরে বসেই অথবা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে একটি আইডি খুলে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। নামজারীর বিষয়টিও অনলাইনে করা হচ্ছে। অনলাইনের বিষটি যত দ্রুত সাধারণ জনগণ জানতে পারবেন বুঝতে পারবেন ততদ্রুতই জনদুর্ভোগ কমাতে পারব।
জেলা প্রশাসক বলেন- আমাদের ভূমি অফিস, থানা পুলিশ, বিআরটিএ, সাবরেজিস্ট্রি অফিস, পৌরসভা অর্থাৎ যেখানে প্রত্যক্ষ সেবা দেয়া হয় ইে সব জায়গাগুলো নিয়ে জনসাধারণের যে পর্যবেক্ষণ তা সুখকর নয় উল্লেখ করে তিনি বলেন- আমাদের ভূমি অফিসগুলোকে আমরা মডেল ভূমি হিসেবে রূপান্তর করতে চাই। জনসেবার জন্য জন প্রশাসন এই কথাটি যেন স্লোগানে সীমাবদ্ধ না থাকে। ভূমি অফিস হবে জনবান্ধব। অনেক মানুষ আছেন যারা লেখাপড়া জানেন না। তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমাদের অফিস হবে জনবন্ধব, দুর্নীতি ও হয়রাণীমুক্ত সেবামূলক অফিস। তাহলেই এই মেলার স্বার্থকতা আসবে, জনসাধারণ সঠিক সময়ে সঠিকভাবে সেবা পাবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মুস্তাফীজুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন।
সূচনা বক্তব্য দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা।
পরে চারজন সেবাগ্রহীতকাকে ডিসিআর, একজনকে খাতিয়ান ও তিনজনকে ভূমি অধিগ্রহণের চেক প্রদান করা হয়। মেলায় সাবরেজিস্ট্রে অফিস, জেলা প্রশাসনের কার্যালয়ের রাজস্ব শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, রেকর্ডরুম শাখা, উপজেলা ভূমি অফিস ও পৌর ভূমি অফিসের স্টলে ভূমি সেবা ও ভূমি রেজিস্ট্রেশনসহ ভূমি বিষয়ক তথ্যাবলি উপস্থাপন করা হচ্ছে এবং ই-নামজারীসহ অন্যান্যা সেবা প্রদান করা হচ্ছে। জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিস এই মেলার আয়োজন করেছে।
নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে উপজেলা ভূমি অফিস চত্বরে ভুমি মালিকদের সেবা দ্রুততম সময়ে প্রদানের লক্ষ্যে এ মেলার উদ্বোধন করা হয়। ভূমি মেলায় উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারি ও সেবা গ্রহিতাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে রেলস্টেশন-নাচোল বাসস্ট্যান্ড রোড প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে সেবা বুথের সামনে শেষ হয়। সেখানে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনা (ভূমি) সুলতানা রাজিয়া উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে চার ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী, সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
শিবগঞ্জ : শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফেসের আয়োজনে তিনদিনের ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ মেরার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী।
সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মো. মুসাব্বির হোসেন খান ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. শাহীন আকতার, দূর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, বীরমুক্তিযোদ্ধা বজলুর রশিদ সনু, শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, ছাত্র প্রতিনিধি শাহাদাত ও আল বশরী সোহান। এছাড়া র্যালি বের করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের নিয়ে ভূমি কুইজ, গণশুনানিসহ মেলায় আগত সেবাগ্রহীতাগণকে ভূমি বিষয়ক নানাবিধ পরামর্শ ও সেবা প্রদান করা হয়। মেলায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকার নির্ধারিত ফি দ্বারা অনলাইন রেজিস্ট্রেশন, আবেদনপত্র দাখিল, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ অন্যান্য ভূমিসেবা গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে।
গোমস্তাপুর :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে দশটায় উপজেলা ভূমি কার্যালয়ে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলার নির্বাহী অফিসার জাকির মুন্সি। পরে ভূমি কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু তাহের টিটু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ভূমি অফিসের প্রধান সহকারী জুয়েল আলীসহ ওই অফিসের অন্য কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা। উল্লখ্য, ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবার জন্য কার্যালয় চত্বরে ৪ টি স্টল অংশ নিচ্ছে।
ভোলাহাট :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, সমবায় কর্মকর্তা মো. সবুজ আলী, যুবউন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম কবিরাজসহ অন্যরা।