রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শ্রীরামপুর এলাকার মোঃ বেল্লাল (২৭), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে তার সাথের একজন কৌশলে পালিয়ে যায়।
শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মহানগর ডিবি পুলিশ জানতে পারেন শ্রীরামপুর এলাকায় বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ তাকে গ্রেফতার করা হয়। তবে তার সাথের এক মাদক কারবারীর পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারী জানায় তাঁরা দীর্ঘদিন যাবৎ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে আসছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এ ব্যপারে গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু শেষে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।