বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে ৫০ জন নারী উদ্যোক্তার মধ্যে চেক বিতরণ করা হয়েছে। এ ছাড়া আরো ২শ জনের মধ্যে বিতরণ করা হবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিনস্থ জাতীয় মহিলা সংস্থার তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের মধ্যে এই চেক বিতরণ বিতরণ করা হয়।
বিজনেস ম্যানেজমেন্ট, ই-কমার্স, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ইভেন্ট ম্যনেজম্যান্ট, বিউটিফিকেশন, ক্যাটারিং এই ৫ টি ট্রেডে ৫০ জন করে ২৫০ জন নারী উদ্যোক্তা হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন। তারা তাদের ভাতা বাবদ পাচ্ছেন প্রায় ২৭ লাখ টাকা।
শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫০ জনের মধ্যে চেক বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জের চেয়ারম্যান জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল করিম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, জেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শফিকুল ইসলাম খানশুর ছাত্র নেতা আবদুর রাহিমসহ অন্যরা।
জেলা প্রশাসন ও তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প, চাঁপাইনবাবগঞ্জ সদর এই চেক বিতরণের আয়োজন করে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক আসাদুজ্জামান।