বিডি ঢাকা ডেস্ক
বাউফলের তেঁতুলিয়া নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা চলছে। এ নিষেধাজ্ঞা চলাকালিন সময় জেলেদের খাদ্য সহায়াতা দেয়ার কথা থাকলেও এ উপজেলার জেলেরা খাদ্য সহায়তা পাচ্ছেনা।
জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞা শুরুর আগেই তাদের সরকারি খাদ্য সহায়তার চাল দেয়ার কথা ছিলো। কিন্তু এখনো তারা সেই সুবিধা পাননি। যার ফলে দুশ্চিন্তায় পরেছেন তারা।
ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাউফলের তেঁতুলিয়া নদীতে ১ মার্চ থেকে সকল ধরণের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। এই নিষেধাজ্ঞা জারি থাকবে দুই মাস। তবে নিষেধাজ্ঞার এক সপ্তাহ অতিবাহিত হলেও সরকারী খাদ্য সহায়তার চাল পাননি সাড়ে ছয় হাজারের অধিক জেলে। এরমধ্যে অধিকাংশ জেলেদের নেই বিকল্প আয়ের উৎস। সহয়তা না পেয়ে জেলেরা চরম বিপাকে পড়েছেন।
মৎস বিভাগ সূত্রে জানা গেছে, বাউফলের তেঁতুলিয়া নদীর ৪০ কিলোমিটারের মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই উপজেলায় ৬ হাজার ৫শ ২১জন নিবন্ধিত জেলে আছে।
নিষেধাজ্ঞা চলাকালিন সময়ে জেলেদের চার কিস্তিতে ৪০ কেজি করে মোট ১ শত ৬০ কেজি চাল খাদ্য সহায়তা পাওয়ার কথা। কিন্তু নিষেধাজ্ঞার এক সপ্তাহ অতিবাহিত হলেও উপজেলার জেলেরা খাদ্য সহায়তার চাল পায়নি।
জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞা শুরুর আগেই তাদের সরকারি খাদ্য সহায়তার চাল দেয়ার কথা ছিলো। তবে এখনো চাল পায়নি তারা। সংসার চালাতে গিয়ে চরম বিপাকে পড়ছেন। বর্তমানে তারা ধার ও দেনা করে চলছেন। তাই চাল প্রদানের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার ঝান্টা বলেন, জনবলের অভাবে সহায়তা প্রদানে দেরি হচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যে জেলেদের সহায়তা প্রদান করা হবে।