বিডি ঢাকা ডেস্ক
মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের (সওজ অংশ) ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন কাজের জন্য নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তির মেয়াদ ও ব্যয় বাড়িয়েছে সরকার। নতুন করে ব্যয় বাড়ানো হচ্ছে ২ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৯৫৪ টাকা এবং মেয়াদ বাড়ানো হয়েছে ১৮ মাস। এতে মোট ব্যয় বেড়ে
দাঁড়াবে ৯ কোটি ৯১ লাখ ৩৭৮ টাকা।মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের (সওজ অংশ) ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন কাজের জন্য নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তির ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন কাজের জন্য নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান ক্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট বাংলাদেশের সঙ্গে ৭ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার টাকায় চুক্তি করা হয়। যার মেয়াদ ছিল ২০২১ সালের ১৫ আগস্ট থেকে ২০২৩ সালের ১৪ আগস্ট পর্যন্ত ২৪ মাস।
কিন্তু ভূমি অধিগ্রহণ কার্যক্রম নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণভাবে সমাপ্ত করা সম্ভব হয়নি বিধায় ভূমি অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শক প্রতিষ্ঠানের মেয়াদ ২০২৩ সালের ১৫ আগস্ট থেকে ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১৮ মাস বাড়ানোর জন্য ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ২ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৯৫৪ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।এতে নতুন করে পরামর্শক প্রতিষ্ঠানের মেয়াদ ১৮ মাস বেড়ে ৪২ মাস হয়েছে। আর ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৯১ লাখ ৩৭৮ টাকা।