বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র ব্যবস্থাপনায় এলাকার ২৫০ জন গরীব দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে ইফতারি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টায় রহনপুর ব্যাটালিয়ন সদর দপ্তর গোবরাতলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইফতার বিতরণ করেন রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র সার্বিক ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নের ২৫০ জন গরীব দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হলো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাদককে জিরো টলারেন্স উল্লেখ করে ৫৯ বিজিবির নতুন এই অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ঈদকে সামনে রেখে মাদকসহ চোরাচালান বন্ধে সীমান্তে কঠোর নজদারী করা হচ্ছে। বিওপিগুলোর পাশাপাশি ব্যাটালিয়ন সদর দপ্তর থেকেও অভিযান চালানো হচ্ছে। আপনারা জানেন আমি রহনপুর ব্যাটালিয়নে যোগদানের পর থেকেই অভিযান শুরু করেছি। গত দুদিনে বিপুল পরিমাণ হেরোইন আটক করতে সক্ষম হয়েছি। আপনাদের সহযোগিতায় সফল হব ইন্ণাশাআল্লাহ।
ইফতারি বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক, মেজর খন্দকার শাহরিয়ার আলম, সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীনসহ ইউনিটের সকল সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।