
বিডি ঢাকা ডেস্ক: মানবাধিকার, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে এক আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে। Media of Rural Generation–এর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র (USA) থেকে Zoom-এর মাধ্যমে বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডেন্ট তারেক মাহমুদ।
তিনি তার বক্তব্যে বলেন, মানবাধিকার নিশ্চিতকরণ ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি। এ ক্ষেত্রে নাগরিকদের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনা সভায় Media of Rural Generation-এর সদস্যবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা মানবাধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে মতবিনিময় করে