মোহা:জালাল উদ্দিন,চাঁপাইনবাবগঞ্জ থেকে :মানবিক সাহায্যের জন্য আবেদন। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের রানীবাড়ী গ্রামের মেধাবী ছাত্র নাজিম (১৬) বাঁচতে চাই । দিনমজুর পিতা মোঃ আশরাফুল ইসলামের তৃতীয় সন্তান নাজিম । সে চাঁদপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র । নাজিম উদ্দিন গত তিন বছর পূর্বে অসুস্থ হলে স্থানীয় ডাক্তারদের নিকট চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারেনি। দিন দিন দুর্বল ও ফ্যাকাসে হয়ে পড়ায় তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । সেখানে বিভিন্ন পরীক্ষার পর এনিমিয়া (রক্তশূন্যতা) রোগ ধরা পড়ে । বর্তমানে সে ডাক্তার এম, মোরশেদ জামান মিয়ার নিকট চিকিৎসাধীন রয়েছে। তাকে নিয়মিত রক্ত দিতে হচ্ছে, সাথে চলছে ওষুধ। বাবা আশরাফুল ইসলাম পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সে দিনমজুর কোন নিজস্ব জমি জমা নেই, পরের বাড়িতে কামলা খাটে কোন রকমে সংসার চালালেও ছেলে নাজিম এর চিকিৎসার খরচ জোগানো তার পক্ষে আর সম্ভব হচ্ছেনা। এমতাবস্থায় তার ছেলে নাজিমকে বাঁচাতে বাবা আশরাফুল ইসলাম স্বহৃদয় বিত্তশালী, দানশীল ব্যক্তি, জিও ও এনজিও নিকট থেকে সাহায্য কামনা করেছেন। আপনার সহযোগিতায় নাজিম সুস্থ জীবন লাভ করতে পারে। তাকে সাহায্য পাঠানোর জন্য নিম্ন উল্লিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো । নাজিমের ভাই নাঈম, মোবাইল (বিকাশ) নম্বর -০১৭৫২-৯৩২৭২০, মিজান মিয়া-০১৭৯৬-৮৫০৪৪৩, জালাল উদ্দিন, সাংবাদিক-০১৭১৩৮২৮৩৫৮ ।