আলিফ হোসেন, তানোরঃ রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার আসন্ন নির্বাচনে ৭ ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রচার-প্রচারণা-গণসংযোগ ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক, চালকল মালিক সমিতির সম্পাদক, প্রসিদ্ধ ব্যবসায়ী, উচ্চ শিক্ষিত ও তরুণ নেতৃত্ব শামসুজ্জামান শামসুল ইসলাম। পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ, উচ্চ শিক্ষিত ও স্বল্পভাষি হিসেবে পৌরবাসীর মাঝে তার একটা আলাদা পরিচয় রয়েছে, আছে নিজস্ব ভোট ব্যাংক। অন্যদিকে বর্তমান কাউন্সিলরদের অধিকাংশ ভুমি দখল, দালালী, তদ্বির ও নানামুখী অনিয়ম-দুর্নীতির কারণে অনেকটা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী শামসুজ্জামান শামসুল পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ ও নতুন নেতৃত্ব হিসেবে জনপ্রিয়তায় অন্যদের থেকে এগিয়ে রয়েছেন। এছাড়াও আদর্শিক নেতৃত্ব হিসেবে তার একটি বিশেষ পরিচিতি রয়েছে। আওয়ামী লীগের রাজনীতি অনেক উঙ্খান-পতন ও নানা সমিকরণের সময় অন্যরা যখন একুল- ওকুল দুকুল বজায় রেখে চলেছে তখানো শামসুল মুলধারা থেকে বিচ্যুৎ হয়নি এখানো মুল ধারায় রয়েছেন। জানা গেছে, ৪ জানুয়ারী সোমবার শামসুজ্জামান শামসুল ৭ নম্বর ওয়ার্ডের আয়ড়্যা মোড় ও কলেজ পাড়ায় সাধারণ মানুষের সঙ্গে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা বিনময় এবং দিনভর প্রচারণা করেছেন। এদিকে একই দিনে চার নম্বর ওয়ার্ডের মুন্ডুমালা উত্তরপাড়া গণসংযোগ ও ইংরেজী নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন। অন্যদিকে একই দিন ৪ নম্বর ওয়ার্ডে মাহাবুর রহমান দিনভর গণসংযোগ ও প্রচার-প্রচারণা করেছেন স্থানীয়রা জানায়, ৭ নম্বর ওয়ার্ডে শামসুজ্জামান শামসুল কাউন্সিলর পদে পচ্ছন্দের শীর্ষে রয়েছে। জানা গেছে, কাউন্সিলর পদে নির্বাচিত হতে একজন প্রার্থীর যে ধরণের রাজনৈতিক, সামাজিক, পারিবািরক পরিচিতি, আর্থিক স্বচ্ছলতা, ব্যক্তি ইমেজ, উন্নয়ন মানসিকতা ও গ্রহণযোগ্যতা ইত্যাদি প্রয়োজন শামসুল- সেই সব গুনের অধিকারী সম্পন্ন প্রার্থী। এসব বিবেচনায় নির্বাচনের মাঠে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় অন্যদের থেকে এগিয়ে রয়েছে এবং তার বিজয় প্রায় নিশ্চিত। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকগণের অভিমত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন নেতৃত্ব চাই সেই বিবেচনায় শামসুল পচ্ছন্দের শীর্ষে রয়েছে। এবিষয়ে শামসুজ্জামান শামসুলবলেন, মানুষের সেবা করার উদ্দেশ্য তারা নির্বাচন করছেন বিজয়ী হলে তারা তাদের কাজের মাধ্যমে তার প্রমাণ দিতে চান।