বিডি ঢাকা ডেস্ক
টঙ্গীবাড়িতে ১৭ বছরেও সেতুর রেলিং সংস্কার হয়নি। এমনটি অভিযোগ করেন স্থানীয়রা। উপজেলার মারিয়ালয়-শিমুলিয়া সংযোগ খালের ওপর নির্মিত সেতুর রেলিং নেই। ব্রিজের দুই প্রান্তের অ্যাপ্রোচ সড়কে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই অবস্থায় ব্রিজটি দিয়ে জনসাধারণ ও যানবাহন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। ব্রিজের এক প্রান্তে ধীপুর ইউনিয়নের মারিয়ালয় গ্রাম ও অপর প্রান্তে কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের রহিমগঞ্জ বাজার। প্রতিদিন সেতুটি দিয়ে দুই ইউনিয়নের কয়েক হাজার সাধারণ মানুষ যাতায়াত করে। টঙ্গীবাড়ি বাজার থেকে শিমুলিয়া গ্রাম হয়ে রহিমগঞ্জ বাজার, আলদি বাজার, লাখারণ, কাঠাদিয়াসহ বিভিন্ন বাজারে যাতায়াত সহজ সড়ক এটি।
সরেজমিন গিয়ে দেখা যায়, ঝুঁকিপূর্ণ সেতুটি ঝুঁকি নিয়ে যাতায়াত করছে ছোট ছোট যানবাহন। সেতুর রেলিং না থাকায় আতঙ্কের মধ্য দিয়ে যানবাহন চালক ও যাত্রী সাধারণ পারাপার হচ্ছে। শিমুলিয়া গ্রামের মো. নুরুল ইসলাম জানান, এই গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে ছোট ছোট শিশু। সেতুর রেলিং না থাকায় কিছু দিন পর পর দুর্ঘটনার কবলে পড়ে এই অঞ্চলের সাধারণ মানুষ। প্রায় সময়ই রাতের অন্ধকারে পারাপারে সময় সেতুতে দুর্ঘটনা ঘটে। উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম জানান, সেতুটির রেলিংয়ের কাজ করা হবে।