বিডি ঢাকা ডেস্ক
ভোলার বোরহানউদ্দিনে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে সাফিজল মাঝি (৫৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।শনিবার (২৫ জানুয়ারি) ভোর রাতে বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীতে মাছ ধরে গিয়ে তিনি নিখোঁজ হন।নিখোঁজ সাফিজল মাঝির বাড়ি বোরহানউদ্দিন উপজেলার টগবী ৪ নং ওয়ার্ডে দীদার মাঝি মাছ ঘাট সংলগ্ন । নিখোঁজের ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সাফিজল মাঝির কোন সন্ধান পায়নি তার পরিবার।
জানা যায়, শনিবার দীদার মাঝি মাছ ঘাট থেকে রাতে মেঘনা নদীতে একাই মাছ ধরতে যায় সাফিজল মাঝি। সকালে তার ছেলে নৌকাতে গিয়ে তার বাবাকে খোঁজে পায়নি। সে নৌকায় দেখতে পায় রক্ত মাখা লুঙ্গি জামা পরে আছে। এনকি নৌকার পাটাতনেও অনেক রক্ত জমে আছে।
এদিকে নদীতে জেলে নিখোঁজ হওয়ার খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের একদল ডুবুরি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।এই ঘটনায় দীদার মাঝি মাছ ঘাটে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) ছিদ্দিকুর রহমান জানান, মাছ ধরতে গিয়ে একজন নিখোঁজের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।