রাজশাহী’র মোহনপুরে সরকারিভাবে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার ১২ই জানুয়ারি সকাল ৯টায়২টি বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়। মোহনপুর সদর বাকশিমইল বাজার ও সইপাড়া পান চত্বর কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।
উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা নুরুন্নবী, বিশিষ্টখাদ্য ব্যবসায়ী আতাউর রহমান।
নির্বাহীঅফিসার আয়শা সিদ্দিকা জানান, সরকার নির্ধারিত মূল্যে চাল বিক্রি শুরু করেছে।কোনো অবস্থাতেইক্রেতার কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া যাবে না। বেশি মূল্য নিলেআমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।উদ্ভোধনকালে খাদ্য কর্মকর্তা নুরুন্নবী বলেন,একজন ক্রেতা৩০ টাকা কেজি দরে দৈনিক সর্বোচ্চ ৫ কেজি (ওএমএস) চাল খোলা বাজার থেকে কিনতে পারবেন।একজনডিলার সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন ১০০০ কেজি (১ মেট্রিক টন)(ওএমএস) চাল বিক্রিরজন্য বরাদ্দ পাবেন।