রাজশাহীর মোহনপুর উপজেলায় জাহানাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩১শে জানুয়ারি শুক্রবার বিকালে জাহানাবাদ ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে সভাপতিত্ব করেন জাহানাবাদ ইউনিয়ন কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান মুকুল,পরিচালনা করেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাকারিয়া মন্ডল।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ।উদ্বোধন করেন জেলা কৃষক দলের সদস্য সচিব জাকুল হোসেন মিঠু।
বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সারোয়ার জাহান কনক, সাবেক ভাইস প্রিন্সিপাল মুকবুল হোসেন, প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি এম,আফজাল হোসেন সুমন, সিনিয়ার যুগ্ম
শফিকুর রহমান ফিফটি, মিলন সরকার, বাকশিমইল ইউনিয়ন কৃষক দলের সভাপতি মুনশেদ হোসেন মিঠু, ছাত্রদলের সদস্য সচিব মাহামুদুর হাসান রুবেল, সালাউদ্দিন, মতিউর রহমান, শরিফুল ইসলাম, মিজানুর রহমান মিলন, মিলন সরকার, মাহাবুর রহমান সহ প্রমূখ।