বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে “মৎস্য খাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার প্রফেসর ড. মো. নুরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন— জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মোছা. এলিজা খাতুন, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ড. মাহবুবুর রহমান ও কন্ট্রলার অব এক্সাম ড. মো. সাহেব আলী, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপক মো. একরাম হোসেন, বরেন্দ্র কৃষি উদ্যোগের মো. মুনজের আলম মানিকসহ আরো অনেকে।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্য দপ্তর এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।