সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

যাত্রী নিয়ে ছাদ পূর্ণ করে ঢাকা ছাড়লো কুড়িগ্রাম এক্সপ্রেস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

ঈদ উপলক্ষ্যে ট্রেনযাত্রায় কুড়িগ্রামগামী আন্তঃনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস যাত্রী নিয়ে ছাদ পূর্ণ করে দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়েছে।

শনিবার (২৯ মার্চ) রাত আটটায় নির্ধারিত সময়ে ঢাকা রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্লাটফর্ম ছেড়ে যায় ট্রেনটি।

ট্রেনটি ঘুরে দেখা যায়, এসি-কোচগুলো ছাড়া প্রতিটি কোচে যাত্রীতে পরিপূর্ণ ছিল। এছাড়া কোচগুলোর ভেতরেও যে যেখানে পেরেছেন দাঁড়িয়ে অবস্থান নিয়েছেন। মানুষের ভিড় এতটাই যে কোচগুলোর দরজা দিয়ে ভেতরের প্রবেশের সুযোগ ছিল না বললেই চলে

dhakapost

আরো দেখা যায়, শতশত যাত্রী ট্রেনের ছাদে অবস্থান করছেন। তারা পুলিশের চোখ ফাঁকি দিয়েই ট্রেনের ছাদে উঠেছেন। তারপরেও রেলওয়ে কর্মীরা ও পুলিশের সদস্যরা তাদেরকে ছাদে উঠতে নিরুসাহিত করেছেন।

এছাড়া বিভিন্ন ট্রেনের অসংখ্য যাত্রী প্ল্যাটফর্মে অবস্থান করতে দেখা গেছে। তাদের গন্তব্যের ট্রেনগুলো ছাড়ার নির্ধারিত সময় এখনো হয়নি।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ মহিউদ্দিন আরিফ ঢাকা পোস্টকে বলেন, কেউ যেন ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু তারপরেও ঘরমুখো মানুষ ট্রেনের ছাদে উঠে পড়েছে। এখন যদি আমরা তাদেরকে পুলিশি ফোর্স করে নামাতে যাই, আর এতে যদি কেউ ট্রেনের হাত থেকে পড়ে আহত হন তখন দোষটা রেলওয়েরই হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com