বিডি ঢাকা ডেস্ক
রমজান উপলক্ষে, রাজধানীর বিভিন্ন এলাকায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করছে দেশের ভোগ্যপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ।
সকাল ১০:০০টার পর থেকে এই কার্যক্রম শুরু হয় এবং দিনব্যাপী চলে। রমজান উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হয়েছে, যা শুধুমাত্র উৎপাদন খরচ বা তার থেকেও কিছুটা কম মূল্যে বিক্রি করা হচ্ছে।
গতকাল এই কার্যক্রম উদ্বোধনের পর নগরজুড়ে ১২টি পয়েন্টে পণ্য বিক্রয় করা হচ্ছে। মানুষের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকা অনুযায়ী উৎপাদন খরচের থেকেও কিছু কিছু টাকা কম মূল্যে পণ্য বিক্রি হচ্ছে। ভোক্তাদের সুবিধার কথা বিবেচনা করে পুরো রমজান মাসজুড়ে এই কার্যক্রম চলবে।
সিটি গ্রুপের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে—কারওয়ান বাজার, প্রেস ক্লাব, মালিবাগ, বাংলাদেশ ব্যাংকের সামনে, মোহাম্মদপুর, নিউ মার্কেট এবং মিরপুরসহ মোট ১২টি জায়গায় এই কার্যক্রম চালু রয়েছে। বিক্রয়কৃত পণ্যের মধ্যে রয়েছে—রমজানে বহুল ব্যবহৃত ছোলা, মুড়ি, চিনি, তেল, আটা ও ময়দা।