বিডি ঢাকা অনলাইন ডেস্ক: প্রশাসনের অাদেশ অমান্য করে ক্লিনিক পরিচালনার অভিযোগে আবারো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার সাদিয়া ক্লিনিকটি আবারো বন্ধ করে দিয়েছে প্রশাসন।
এর আগে বিভিন্ন অনিয়নের অভিযোগ ও লাইসেন্সনবায়ন না করায় গত ২৯ মে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, জেলা সিভিল সার্জন ডা: মাহমুদুর রশিদ ও শিবগঞ্জউপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তামোসা:সায়রা খানম শিবগঞ্জসাদিয়া ক্লিনিক এন্ড ডায়গণষ্টিক সেন্টার সিলগালা করেন এবং নিদিষ্ট সময়েরমধ্যে লাইসেন্স নবায়ন ও সমস্ত অনিয়ম বন্ধ করার জন্য নির্দেশ দেন।
কিন্তু সাদিয়াক্লিনিকের পরিচালক ডা: সাফিউল ইসলাম তা উপেক্ষা করে কার্যক্রম অব্যহত রাখেন ।এ সংবাদ পেয়ে শনিবার দুপুরে আবারো সেখানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা সায়রা খানম বলেন, সাদিয়া ক্লিনিক গত ২৯ মে সিলগালা করা হয়েছে। কিন্তু তিনি ক্লিনিকের কার্যক্রম অব্যহত রাখার সংবাদ পেয়ে ক্লিনিকের পরিচালক ডা : সাফিউলের উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: এম এমমাহমুদুর রশিদের নেতৃত্বে আবারো অভিযান চালানো হয়েছে এবং কার্যক্রম বন্ধরাখার নির্দেশ দেয়া হয়েছে।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: এম এমমাহমুদুর রশিদ বলেন তার লাইসেন্স যতদিন নবায়ন না হবে ততদিন তিনি ক্লিনিকেরকার্যক্রম পরিচালনা করতে পারবেন না।
এ ব্যাপারে ক্লিনিকটির পরিচালক ডা: সাফিউল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তারফোন বন্ধ পাওয়ায় যোগযোগ করা সম্ভব হয়নি।