বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দর স্থাপনের দাবিতে আগামী শুক্রবার আহবানকৃত জনসভা নিয়ে তিন উপজেলার জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেছে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদ। মঙ্গলবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় গোমস্তাপুর-নাচোল-ভোলাহাটের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা অংশ নেন।এতে বক্তব্য সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত)সভাপতি জিয়াউর রহমানও গোলাম মোস্তফা বিশ্বাস,গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারিক আহমদ, গোমস্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন,ভোলাহাট উপজেলা ভাইস চেয়ারম্যান গরীবুল্লাহ ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন, ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, মহন্ত মহারাজ শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারী, সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের আহবায়ক সহকারী অধ্যাপক জিন্নাউল আওয়াল,রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, জেলা পরিষদ সদস্য হালিমা বেগম, মহিলালীগ নেত্রী কেয়া রহমান, যুবলীগ নেতা সেরাজুল ইসলাম টাইগার, পারভেজ শেখ,আজিজুর রহমান প্রমূখ।স্বাগত বক্তব্য রাখেন রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল। সভায় আগামী শুক্রবার বিকেলে রহনপুর রেলস্টেশন চত্বরে আয়োজিত জনসভা সফল করতে সকলের সহায়তা কামনা করা হয়।