বিডি ঢাকা ডট কম নিউজঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে গত ৬ দিন যাবত এক কলেজ ছাত্রী নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর চাচা বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।
গোমস্তাপুর থানায় করা জিডি সূত্রে জানা গেছে, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের এইচ এসসি ১ম বর্ষের ওই ছাত্রী গত ২৮ মার্চ সকালে কলেজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, আমরা এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছি।