বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ২০১৮ সালের মার্চ মাসের কর্মকর্তা-কর্মচারীর ১০ লাখ ৯৫ হাজার ৮৫৬ টাকার বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। রবিবার বেলা ১১টায় মেয়রের কার্যালয়ে এই বকেয়ার চেক তুলে দেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মতিন, হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন, প্রধান সহকারী শারোয়ার জাহান, লাইসেন্স পরিদর্শক সৈয়দ আব্দুল মুকিতসহ অন্য কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা।
রহনপুর পৌরসভার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের মার্চ মাসে পৌরসভার ৩৬ জন কর্মকর্তা-কর্মচারী নিয়মিত মাসের বেতন ১০ লাখ ২৭ হাজার ৯১৬ টাকা ও চুক্তিভিত্তিক (মাস্টাররোল) ৬৭ হাজার ৯৪০ টাকার চেক তাদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া তিনজন কাউন্সিলরের বকেয়া ৭০ হাজার টাকা দেওয়া হয়েছে।