বিডি ঢাকা ডট কম নিউজঃ
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের ঔতিহ্যবাহী সংগঠন সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে র্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার বিকেলে রহনপুর মুক্তাশা রোডস্থ সংগঠনটির কার্যালয় থেকে বের হওয়া র্যালীটি শহর প্রদক্ষিণ করে। এতে অংশ নেন এলাকার সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মতিউর রহমান খাঁন, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ ও সম্পাদক জাকির হোসেন সনিসহ সংগঠনটির বর্তমান ও সাবেক সদস্যরা। পরে একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।