সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

রাঙামাটিতে পৃথক অভিযানে শুল্কবিহীন বিদেশি ও নকল সিগারেট আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

শুল্কবিহীন অবৈধ সিগারেটের পাশাপাশি নকল সিগারেটে ভরপুর পাহাড়ের বাজারগুলো। পার্বত্যাঞ্চলের দূর্গম সীমান্ত দিয়ে রাঙামাটিতে প্রতিনিয়তই অবৈধভাবে ঢুকছে শুল্কবিহীন বিদেশি সিগারেট। এছাড়াও একটি চক্র চট্টগ্রামের চাক্তাই থেকে বাংলাদেশি নামি-দামি কোম্পানিগুলোর বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট পাহাড়ের বাজারগুলোতে বিক্রি করছে।

শনিবার (২৫ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাঙামাটির দূর্গম বাঘাইছড়ির প্রশিক্ষণ টিলা নামক স্থানে মারিশ্যা ব্যাটাঃ (২৭ বিজিবি)র অধীনস্থ প্রশিক্ষণটিলা বিজিবি ক্যাম্পের টহল কমান্ডারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিদেশি অরিস ব্র্যান্ডের ২টি লাগেজ ভর্তি ২১৪০ প্যাকেট সিগারেট উদ্ধার করে। এসময় অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা সটকে পড়ে। সংশ্লিষ্টরা জানান, জব্দকৃত শুল্কবিহীন এসব অবৈধ সিগারেটের আনুমানিক মূল্য ৩ লাখ ৯৫ হাজার টাকা।

অপরদিকে রাঙামাটির কাউখালী উপজেলাধীন কলমপতি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাইল্যাছড়ি এলাকায় নামিদামি কোম্পানির নকল ৩৮শ পিস ডার্বি, টপ-২০ সিগারেট-৫শ পিস ও আকিজ কোম্পানির নকল আকিজ বিড়ি এক হাজার পিস আটক করে।

একটি সূত্র জানায়, একটি চক্র বেশ কিছুদিন ধরেই নামিদামি কোম্পানিসহ দেশীয় কয়েকটি কোম্পানির নামে নকল সিগারেট বাজারজাত করে আসছে। আমরা স্থানীয়দের কাছ থেকে বিষয়টি অবহিত হওয়ার পর বাজারগুলোকে আমাদের লিগ্যাল টিমের সদস্যরা নজরদারি করতে থাকে।

শনিবার কাউখালীতে এই চক্র কর্তৃক সিগারেট বিক্রি করতে আসলে আমরা উক্ত এলাকায় অভিযান দিলে প্রায় ২৫ হাজার টাকার সিগারেট ফেলে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। পরে কাউখালী থানার এসআই আজিজকে সাথে নিয়ে আমরা সিগারেটগুলো জব্দ করে থানায় দিয়েছি। এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com