বিডি ঢাকা ডেস্ক
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি- পিসিজেএসএস (সন্তু) সন্ত্রাসীদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের-ইউপিডিএফ (প্রসীত) ২ কর্মী নিহত হয়েছেন। আজ (শনিবার) সকাল সাড়ে ৮টার দিকে লংগদু উপজেলার বড়খাড়িকাটার মনপুতি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইউপিডিএফ কর্মী বিদ্যাধন চাকমা ওরফে তিলক (৪৫) এবং সমর্থক ধন্যমনি চাকমা ওরফে নোবেল (৩৫)। বিদ্যাধন লংগদু উপজেলার কুকিছড়ার কাট্টলী এলাকার সমমনি চাকমার ছেলে এবং ধন্যমনি দুদকছড়ার বড় হাড়িকাবা গ্রামের লেংগ্যা চাকমার ছেলে।
জানা যায়, আজ সকাল ৮টার দিকে লংগদু উপজেলার বড়খাড়িকাটার মনপুতি বাজার সংলগ্ন এলাকায় স্থানে ইউপিডিএফ কর্মীরা সাংগঠনিক কাজে অবস্থান করছিলেন। পিসিজেএসএস (সন্তু) এর সশস্ত্র কমান্ডার দীপ্ত চাকমা এর নেতৃত্বে ১০/১২ জনের একটি দল ইউপিডিএফ (প্রসীত) দলের ওপর অতর্কিতভাবে হামলা চালায় এবং গুলি করে। এতে ইউপিডিএফ কর্মী বিদ্যাধন চাকমা ওরফে তিলক ও গ্রামবাসী ধন্যমনি চাকমা ঘটনাস্থলেই নিহত হন। পরে ঘটনার সংবাদ পেয়ে ১১ টার দিকে লংগদু আর্মি ক্যাম্প হতে সেনাবাহিনীর একটি দল এবং লংগদু সদর থানা হতে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
এদিকে ইউপিডিএফ-এর জেলা সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে এ ঘটনায় ইউপিডিএফ-এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্তু লামার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করেছে। তিনি এ ঘটনাকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক উল্লেখ বলে মন্তব্য করেছেন।
বিবৃতিতে তিনি অবিলম্বে লংগদুতে ইউপিডিএফ কর্মী ও সমর্থককে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তবে জেএসএস এখনও কোনো মন্তব্য করেনি।
লংগদু থানার ওসি হারুনুর রশীদ জানান, ২ জন নিহত হওয়ার খবর শুনেছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স ঘটনাস্থলে গেছে। সেখান থেকে ফিরে আসার পর ঘটনার বিস্তারিত জানানো সম্ভব হবে।