রাজধানীর যাত্রাবাড়ী ও দয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩০ পিস ইয়াবা ও ৩০৭ লিটার চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে এএসপি এনায়েত কবীর জানান, আজ দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১ হাজার ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ রোমান হোসেন (৪২)। এ সময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
এএসপি আরও জানান, আজ (সোমবার) বিকেলে র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল রাজধানীর গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৩০৭ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম মো. নুর মোহাম্মদ (৫০) ও বরাআলাম্মা (৫০)। অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত হতে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ী ও দয়াগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবা ও চোলাই মদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।