অনলাইন ডেস্ক
টানা শীতে কাঁপছে উত্তরের জনপদ। শুক্রবার তাপমাত্রা বাড়লেও শনিবার আবারও ১০ এর নিচে নেমে এসেছে। রাজশাহীতে এদিন সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এর আগের দিন শুক্রবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছি ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা একদিনের ব্যবধানে চার ডিগ্রি তাপমাত্রা কমে গেছে।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, শনিবার ভোর ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। সকাল নয়টা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ৪ নটিকেল মাইল। বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ। আগামী মঙ্গলবার পর্যন্ত এরকম তাপমাত্রা থাকবে বলে জানান তিনি।
তাপমাত্রা হঠাৎ করে নিচে নেমে যাওয়ায় শীতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে তীব্র শীতে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। ঠাণ্ডা নিবারণ করতে অনেককে খড়কুটো জ্বালিয়ে রাখতে দেখা গেছে।