বিডি ঢাকা ডট কম নিউজঃ সারা দেশের এক কোটি মানুষকে টিসিবির পণ্যসামগ্রী দেবে সরকার। রাজশাহী মহানগরীতে এক লক্ষ মানুষকে এ পন্যসামগ্রী দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষ যেন ভালো থাকে সেই লক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়নে নানা প্রকল্প বাস্তবায়ন করছে। টিসিবির মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে স্বল্প আয়ের মানুষের জন্য খাদ্য সামগ্রী বিক্রয় এ কার্যক্রমের আওতা বৃদ্ধি করছে সরকার। স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়নে এ কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। রাজশাহীতে এ কার্যক্রমের আওতা বৃদ্ধি করা হবে। সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এ মহানগরীর উন্নয়নে ব্যাপক উন্নয়ন কাজ অব্যাহত রেখেছেন। স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়নে গৃহনির্মাণ প্রকল্পসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি।
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে রাজশাহী মহানগরীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ওয়ার্ড পর্যায়ে পণ্যসামগ্রী বিতরণ কার্যক্রম বিষয়ে সকল ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড সচিবদের সমন্বয়ে প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। সভায় বক্তব্য দেন রাসিকের সচিব মশিউর রহমান, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন।
সভায় জানানো হয়, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো ধরণের নিবন্ধন ছাড়াই টিকা নেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনার টিকা নিতে এতদিন নিবন্ধন বাধ্যতামুলক ছিল। নিবন্ধনের পর মোবাইলে এসএসএস এলে তারপর টিকা নেওয়া যেত। ওয়ার্ড পর্যায়ে জন্মনিবন্ধন কার্যক্রম জোরদারকরণ এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে ওয়ার্ড সচিবদের আরও আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহবান জানানো হয়।
মঞ্চে উপবিস্ট ছিলেন রাসিকের প্যানেল মেয়র-২ রজব আলী, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব। সভায় রাসিকের সকল ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড সচিবগণ উপস্থিত ছিলেন।