বিডি ঢাকা ডেস্ক
রাজশাহীতে কাঁচা বাজারের সবজির দাম কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি ক্রেতাদের মনে।
আজ শুক্রবার সকালে রাজশাহীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায় শীতকালীন বিভিন্ন সবজি বাজারে আশায় কিছুটা কমেছে বাজারদর। তবে কমেনি আলু পেঁয়াজের দাম।
আজকের বাজারে পেঁয়াজ ১৪০ টাকা কেজি, আলু ৬০ টাকা।পটলের কেজি ২৫ টাকা গত বাজারে ছিল ৬০ টাকা কেজিতে কমেছে ৩৫ টাকা। করলা গত বাজারে ছিল ৮০ টাকা কেজি আজকের বাজারে ৭০ টাকা কেজিতে কমেছে ১০ টাকা। ফুলকপি গত বাজারে ছিল ৬০ টাকা আজকের বাজারে ৫৫ টাকা। লাউ গত বাজারে ছিল ৪০ টাকা। আজকের বাজারে ২৫ টাকা। তবে অনেকটা কমেছে কাঁচা মরিচের দাম গত বাজারে ছিল ২৬০ টাকা আজকের বাজারে ১০০ টাকা কেজিতে কমেছে ১৬০ টাকা।
বিক্রেতারা বলছেন গত বাজারে থেকে আজকের বাজারে সবজির দাম অনেকটাই কমেছে। তবে কিছু কিছু সবজির দাম এখনো বেশি।
ক্রেতারা জানান বাজারদর কিছুটা কমলেও নিত্য প্রয়োজনীয় পেঁয়াজ এবং আলুর দাম এখনো কমেনি।