বিডি ঢাকা ডেস্ক
রাজশাহী মহানগরীর মতিহার থানার চর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আরএমপি পুলিশের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, আফাস আলী (৩০), পলাশ হোসেন (৩৫), রনি আহমেদ (২০), আমিনুল ইসলাম (২৭) ও শাকিল আহমেদ। তাদের বাড়ি চর শ্যামপুর এলাকায়।আরএমপি পুলিশের বিজ্ঞপ্তিতে জানায়, জুয়া খেলার সময় হাতেনাতে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আলামত হিসেবে জব্দ করা হয়েছে জুয়া খেলার তাস ও নগদ টাকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।