বিডি ঢাকা ডেস্ক
শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট। সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১১টা থেকে শুরু হয়েছে ড্রাফটের কার্যক্রম।
ড্রাফটে হাজির হয়েছেন ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকা ঢালিউড সুপারস্টার শাকিব খান। প্লেয়ার্স ড্রাফটে প্রথম দফায় সবার আগে খেলোয়াড় ডাকার সুযোগ পায় দুর্বার রাজশাহী। এতেই পেসার তাসকিন আহমেদকে দলে ভেড়ায় তারা।
এরপর দ্বিতীয় ডাকের সুযোগ পায় ঢাকা ক্যাপিটালস। তার দলে ভেড়ায় লিটন দাসকে। তৃতীয় ডাকে শামীম পাটোয়ারীকে দলে নেয় চিটাগাং কিংস। এরপর জাতীয় দলে পেসার হাসান মাহমুদকে দলে ভেড়ায় খুলনা টাইগার্স। নাহিদ রানাকে দলে টেনেছে রংপুর রাইডার্স।
এছাড়া সিলেট স্ট্রাইকার্স দলে নেয় রনি তালুকদারকে। এছাড়াও ‘বি’ ক্যাটাগরি থেকে মাশরাফি মর্তুজাকে দলে নিয়েছে সিলেট। আর শেষ ডাকে মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নেয় ফরচুন বরিশাল। গত আসরেও বরিশালেই খেলেছিলেন তিনি।
সেট ১ – রাউন্ড ১
তাসকিন আহমেদ- দুর্বার রাজশাহী
লিটন কুমার দাস – ঢাকা ক্যাপিটালস
শামীম হোসেন পাটোওয়ারী – চিটাগাং কিংস
হাসান মাহমুদ – খুলনা টাইগার্স
নাহিদ রানা – রংপুর রাইডার্স
রনি তালুকদার – সিলেট স্ট্রাইকার্স
মাহমুদউল্লাহ রিয়াদ – ফরচুন বরিশাল
সেট ১ – রাউন্ড ২
তানভির ইসলাম – ফরচুন বরিশাল
মাশরাফি বিন মর্তুজা – সিলেট স্ট্রাইকার্স
সাইফ হাসান – রংপুর রাইডার্স
নাইম শেখ- খুলনা টাইগার্স
পারভেজ ইমন – চিটাগাং কিংস
হাবিবুর রহমান সোহান – ঢাকা ক্যাপিটালস
জিসান আলম- দুর্বার রাজশাহী