সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন

রাজশাহীতে পুলিশ অভিযানে ১৭ জন গ্রেপ্তার, মাদক উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক মামলার আসামির কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপণ্ডপুলিশ কমিশনার (সদর) সাবিনা ইয়াসমিন।

সোমবার দিনাগত রাত থেকে শুরু করে মঙ্গলবার  ভোররাত পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৬ জন, মতিহার থানা-৩ জন, বেলপুকুর থানা-১ জন, এয়ারপোর্ট থানা-৩ জন, পবা থানা-৩ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com