শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন

রাজশাহীতে প্রথম দিনের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহীতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে প্রথম দিনের এসএসসি পরীক্ষা  । আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় একযোগে রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে থাকা সব কেন্দ্রে পরীক্ষা শুরু হয়।

পরীক্ষা চলাকালীন সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্ধারিত সময় সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়, চলে দুপুর ১টা পর্যন্ত। আজ প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মঞ্জুর রহমান খান বলেন, বোর্ডের অধীনে এবার ২৬৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা চলছে।

এর আগে সকাল সাড়ে ৯টার মধ্যেই কেন্দ্রে প্রবেশ করেন এসএসসি পরীক্ষার্থীরা।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, রাজশাহী শিক্ষাবোর্ডের অধীন এবছর ২ হাজার ৬৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী সংখ্যা ২ লাখ ৪৫ জন। এ বছর অন্তত ১৫টি ভিজিলেন্স টিম দায়িত্ব পালন করছে। পরীক্ষায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা দৃষ্টি রাখছেন। এছাড়া প্রশ্নপত্র ফাঁস রোধে তৎপর রয়েছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com